।। উপজেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ীতে কাজ চলমান সড়কে লাল পতাকা উড়িয়ে কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নোম্যান্সল্যান্ডে বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ও গুরুত্বপূর্ণ সড়কটি নতুন করে নির্মাণ করছিল এলজিইডি। এ অবস্থায় লাল পতাকা উড়িয়ে বিষয়টি অন্যভাবে দেখছে স্থানীয় বিজিবি।
উপজেলার জুম্মারপাড়ে আন্তর্জাতিক ৯৩৭নং মেইন পিলারের ৮নং সাব পিলার হতে ৯৩৮ নং পিলার পর্যন্ত সড়কটির জিরো লাইনের কাছাকাছি প্রায় সাড়ে তিনশ মিটার এলাকায় কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। এর আগে ওই সড়কের ওই এলাকায় ৭৩ মিটার গাইড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিএসএফ।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী লাল পতাকা উড়ছে কাজ চলমান প্রায় ৩০০ মিটার পাকা সড়কের দুথপাশে। দুই দেশের সীমান্তরক্ষীদের দফায় দফায় পতাকা বৈঠকেও সমাধান আসছে না। ফলে বন্ধ রয়েছে নির্মাণ কাজ।
বিজিবি-বিএসএফের অস্থায়ী টহল ক্যাম্প বসানো হয়েছে। গত ২৪ ঘণ্টা পাহাড়া দিচ্ছে বিএসএফ-বিজিবি। এতে এলাকায় আতঙ্ক ছড়াতে পারে।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ীর আছিয়ার বাজার থেকে নাগেশ্বরী কলেজমোড় পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এরমধ্যে ফুলবাড়ী উপজেলার জুম্মারপাড়ে আন্তর্জাতিক ৯৩৭নং মেইন পিলারের ৮নং সাব পিলার হতে ৯৩৮ নং পিলার পর্যন্ত সড়কটির প্রায় সাড়ে তিনশ মিটার জিরো লাইনের কাছাকাছি। এই সাড়ে তিনশ মিটার কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। এর আগে ওই সড়কের ৭৩ মিটার গাইড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিএসএফ।
এবার সড়কের কাজও বন্ধ করে দেয়ায় জনবহুল সড়কটির নির্মাণ কাজ নিয়ে জটিলতা কাটছে না। আর জটিলতা নিরসন না হলে কাজ করতে পারবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়বে চলাচলকারীরা।
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। তবে বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যরা জানান, ওই স্থানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্য টহল বাড়ানো হয়েছে। সড়কের কাজের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা চলছে।
//নিউজ/ফুলবাড়ী//সুভাষ/এপ্রিল/১৭/২২