।। নিউজ ডেস্ক ।।
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উলিপুর উপজেলা প্রশাসন পালন করলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করা হয়নি। সরকারি নির্দেশনা ছিল ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের কিন্তু তা মানা হয়নি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা সদুত্তর দিতে পারেনি।
সরেজমিনে উলিপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়, হযরত ফাতেমা (রাঃ) পৌর বালিকা স্কুল এন্ড কলেজ, উলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উলিপুর সরকারি কলেজ, উলিপুর আলিয়া বহুমুখী আলিম মাদরাসা, উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদরাসা, উলিপুর কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানেনি সরকারের নির্দেশনা। অথচ সরকারি নির্দেশনায় বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তরগুলো থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা শিক্ষা অফিসার নাদিরউজ্জামান বলেন, ইউএনও স্যার আজ বেলা ১১টায় আমাকে ফোন করে দিবসটি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন, আমিও সহকারি শিক্ষা অফিসাদের বলে দিয়েছি দিবসটি পালনের জন্য।
উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল বলেন, যেহেতু আজ স্টার সানডে উপলক্ষে শিক্ষার্থীরা আসেনি, আমিও অসুস্থ্য আসতে পারেনি, একারণে দিবসটি পালন করা সম্ভব হয়নি।
উলিপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, আজ স্টার সানডে, কলেজে ডিগ্রী পরীক্ষা চলছে শিক্ষকদের ডাকলেও পাওয়া যাবে না। একারণে পালন করা সম্ভব হয়নি।
উপজেলা মাধ্যমমিক শিক্ষা অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, দিবসটি উপলক্ষে কোন প্রোগ্রাম ছিল না।
জেলা শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, এ বিষয়ে লিখিত কোন চিঠি পাইনি। তবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে গতরাতে এবিষয়ে একটি নোটিশ পেয়েছি। সিদ্ধান্তটি লেটে দেয়ায় অনেকে তা জানতে পারে নি।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, মন্ত্রণালয় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করার নির্দশনা রয়েছে। কোন প্রতিষ্ঠান যদি পালন না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
//নিউজ/উলিপুর//মালেক/এপ্রিল/১৭/২২