|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, এপ্রিল ১৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভূরুঙ্গামারীর কালজানী নদীতে ঝাপ দিয়ে যুবক নিখোঁজ
শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নাজমুল আরও দুইজনের সাথে কালজানী নদীর পাড়ে বসেছিল। এসময় বিজিবির একটি টহল দলকে দেখে ভয়ে তাদের একজন দৌঁড়ে পালিয়ে যায়। নাজমুল ও আরেকজন নদীতে ঝাপ দেয়। নদীতে ঝাপ দেয়া ওই দুজনে একজন তীরে উঠতে পারলেও নাজমুলের খোঁজ মেলেনি।
➤ চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে নষ্ট হচ্ছে ফসলি জমি
চিলমারীতে ইটভাটার বিষাক্ত গ্যাসের পুড়ে গেছে কৃষকের প্রায় ১০একর আবাদী জমি। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন টা হয়েছে বলে দাবী করছেন ইটভাটায় দায়িত্বরতরা। এদিকে সরেজমিন দেখে কৃষি অফিস বলছেন প্রাকৃতিক দুর্যোগ নয় বরং ইটভাটার বিষাক্ত গ্যাসের তাপে পুড়ে গেছে আবাদী জমি। অপরদিকে প্রায় প্রতি বছরই এমন ঘটনা ঘটলেও দায়ভার নিতে চায় না ইটভাটার মালিকরা।
➤ কুড়িগ্রামে নানা আয়োজনে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করায় কুড়িগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান নানা আয়োজনে পালিত হয়েছে।কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেলের আয়োজনে শুক্রবার বিকেলে র্যালী, শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।