|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্ত শুরু হয়নি উলিপুর বিআরডিবির কর্মকর্তার বিরুদ্ধে
উলিপুরে ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলা বিআরডিবির (পল্লী উন্নয়ন কর্মসূচি) কর্মকর্তা শাহিন মিয়ার বিরুদ্ধে তদেস্তর নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিআরডিবির (সম্প্রসারণ ও বিশেষ প্রকল্পের) যুগ্নপরিচালক মো. আব্দুল কাদের স্বাক্ষরিত একটি পত্রে বিআরডিবির উপ-পরিচালক (কুড়িগ্রাম) নুর হোসেন মিয়াকে এ নির্দেশ দেয়া হয়। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্ত আলোর মুখ না দেখায় প্রকৃত সুবিধা বঞ্চিত সমবায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
➤ উৎসব মুখর পরিবেশে কুড়িগ্রাম সদরে নববর্ষ পালিত
উৎসব মুখর পরিবেশে কুড়িগ্রামে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহন করে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালী বের হয়।
➤ উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়।
➤ ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে পহেলা বৈশাখ পাlলিত
ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। নববর্ষ পালন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।