।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়। এরপর উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সখিনা বেগম, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, কৃষক প্রতিনিধি পার্থ সারথি সরকার প্রমুখ।
//নিউজ/উলিপুর//মালেক/এপ্রিল/১৪/২২