|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজারহাটে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র ১৬টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৫০ ওয়ার্ট এর একটি করে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়।
➤ ভুরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে তিন দোকানীকে জরিমানা
ভুরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে তিন দোকানীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
➤ উলিপুরে ব্রীজের মুখ বন্ধ করে গাইড ওয়াল নির্মাণে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা
উলিপুর – ধরনীবাড়ী সড়কের দাঁড়ারপাড়, বটতলা এলাকায় সরকারি নালার উপর নির্মিত ব্রীজ তৈরি করে এলজিইডি। কিন্তু ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহীনুর ইসলাম প্রভাবশালী চক্রের সহযোগীতায় ব্রীজের মুখে আরসিসি গাইড ওয়াল দিয়ে দোকানঘর নির্মাণ করেছেন। ব্রীজের মুখে গাইড ওয়াল নির্মাণ ফলে বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে ও বন্যার পানিতে ফসলের জমিসহ মাছ চাষের পুকুরের ব্যাপক ক্ষতি হবে।
➤ চরাঞ্চলে হাইস্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাশিদুল হাসানের নেতৃত্বে একটি টিম ব্রহ্মপুত্রের চর ভগবতি পুর, পোড়ার চর, ঝুনকার চরসহ বিভিন্ন চরাঞ্চলে ঘুরে দেখেন। তারা স্কুল প্রতিষ্ঠার সম্ভবতা যাচাই, সম্ভাব্য স্থান নির্ধারণ, শিক্ষার্থী-শিক্ষক ও স্থানীয় চরবাসীদের চাহিদা নিয়ে চরবাসীদের সাথে আলোচনা করেন।
➤ চিলমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
চিলমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওয়াত ক্ষুদ্র ও প্রান্তিক ৩ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।