।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওয়াত ক্ষুদ্র ও প্রান্তিক ৩ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রণয় কুমার বিষাণ দাস, কৃষি সম্প্রসারন অফিসার, উপ-সহকারী কৃষি অফিসারগন, কৃষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষক প্রতি ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
//নিউজ/চিলমারী//সোহেল/এপ্রিল/১২/২২