।। আব্দুল মালেক ।।
উলিপুরে ব্রীজের মুখ বন্ধ করে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি প্রভাবশালী শাহীনুর ইসলাম (শাহীন) গাইডওয়াল নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। তবে শাহীন মিয়ার ছেলের দাবি এসব (গাইড ওয়াল) ইউএনও এবং এসিল্যান্ড স্যারের নির্দেশে করা হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে ওই এলাকার অন্তত ১৪০ থেকে ১৫০ একর ফসলি জমিসহ অনেক পরিবারের দুর্ভোগের শিকার হবেন বলে আশংকা করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উলিপুর – ধরনীবাড়ী সড়কের দাঁড়ারপাড়, বটতলা এলাকায় সরকারি নালার উপর নির্মিত ব্রীজ তৈরি করে এলজিইডি। কিন্তু ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহীনুর ইসলাম প্রভাবশালী চক্রের সহযোগীতায় ব্রীজের মুখে আরসিসি গাইড ওয়াল দিয়ে দোকানঘর নির্মাণ করেছেন। ব্রীজের মুখে গাইড ওয়াল নির্মাণ ফলে বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে ও বন্যার পানিতে ফসলের জমিসহ মাছ চাষের পুকুরের ব্যাপক ক্ষতি হবে।
এলাকাবাসী জানান, ব্রীজের মুখে গাইড ওয়াল নির্মাণ করা হলে আশপাশের ফসলি জমির অনেক ক্ষতি হবে। এ ব্যাপারে গাইড ওয়াল নির্মাণকারী শাহীনূর ইসলামের ছেলে বলেন, এসিল্যান্ড ও ইউএনও স্যারের অনুমতি নিয়েই দোকানঘর ভাঙনের কবল থেকে রক্ষার জন্য এই ওয়াল নির্মাণ করছি।
পৌর মেয়র আলহাজ্ মামুন সরকার মিঠু বলেন আমি থানা পুলিশ নিয়ে গিয়ে দুই বার কাজ বন্ধ করে দিয়েছি। কিছুদিন আগে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এবং আজও অফিসের এক কর্মচারীকে পাঠিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, সরেজমিনে গিয়েছিলাম। তবে আমি সরাসরি কোন অনুমতি দেইনি।
//নিউজ/উলিপুর//মালেক/এপ্রিল/১২/২২