|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, এপ্রিল ১১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফলন বেশি হওয়ায় ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে উলিপুরের কৃষকদের
উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়াতে কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে বেশি ঝুঁকে পড়েছেন। এখন ভুট্টার মোচায় দুলছে কৃষকের স্বপ্ন।
➤ চিলমারীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে এলএজডি গোডাউন চত্তরে সরকারী ভাবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে সোমবার (১১ এপ্রিল) দুপুরে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। পরিবার প্রতি ২হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করে।
➤ কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জমিতেই গম পচে গজিয়েছে চারা গাছ, দিশেহারা কৃষক
কুড়িগ্রামে ২ সপ্তাহের টানা বৃষ্টির কারনে কৃষকের জমিতেই গম পচে গেছে এবং সেই গম থেকে চারাগাছ বের হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে একানকার কৃষক। গম চাষে লাভতো দুরের কথা খরচের টাকা তুলতে না পারায় দুঃচিন্তায় পড়েছেন তারা। অপর দিকে টানা বৃষ্টিতে গম শুকাতে না পেরে পাইকারি ব্যবসায়ীরা গম কিনে বিপাকে পড়েছে।
➤ লেখাপড়া চালিয়ে যেতে চায় কুড়িগ্রামের ৯ম শ্রেণি পড়ুয়া মেয়ে জান্নাতুন
আট বছর পূর্বে স্ট্রোক করে মারা গেছেন স্বামী। রেখে গেছেন শুধু মাথা গোজার ঠাঁই। হাত পেতে আর অন্যের বাড়ীতে কাজ করে কোন রকমে দুই সন্তানের মুখে আহার তুলে দিয়েছেন তিনি। এখন সন্তানেরা বড় হয়ে গেছে। বেড়েছে তাদের খরচ। সেটি মেটাতে হিমসীম খেতে হচ্ছে রশিদা বেগমকে (২৬)।
➤ চিলমারীতে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষনের উদ্বোধন
চিলমারীতে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষনের উদ্বোধন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে সোমবার (১১ এপ্রিল) দুপুরে প্রশিক্ষনের উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
➤ ফুলবাড়ীতে গ্রিণ ইকো’র সুপারি চারা বিতরণ
সবুজ অর্থনীতি বিনির্মাণের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলায় সুপারি চারা বিতরণ করেছে স্থানীয় বেসরকারি সংগঠন গ্রিণ ইকো। সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার মানব প্রাঙ্গনে ২০টি পরিবারের মাঝে ১০টি করে চারা বিতরণ করা হয়।