|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, এপ্রিল ১০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে লরি চাপায় এক কিশোরীর মৃত্যু
কুড়িগ্রামে ট্যাংক লরির চাপায় আশরাফুন নাহার মিম (১৮) নামে এক সঙ্গীত শিল্পীর মৃত্যু হয়েছে। রবিবার (এপ্রিল ১০) বিকেল ৩টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় অপর সঙ্গীত শিল্পী গিটারিস্ট বিপুল (৩০) কে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
➤ উলিপুরে গৃহহীনদের জন্য জমিসহ নির্মিত ঘর হস্তান্তর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের আইজিপি’র উদ্যোগে রোববার (১০ এপ্রিল) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ নির্মিত ঘর উপকারভোগীর কাছে হস্তান্তর করেন।
➤ উলিপুরে রমজান উপলক্ষে ২‘শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
উলিপুরে রমজান উপলক্ষে পৌরসভার ২‘শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে আল-খায়ের ফাউন্ডেশন, সমকাল সহৃদ সমাবেশের আয়োজনে ও রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
➤ কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ল্যাপটপ বিতরণ
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ১০টি প্রতিষ্ঠানের মধ্যে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।