।। উপজেলা প্রতিনিধি ।।
চরাঞ্চলের কৃষি উন্নয়ন ও কৃষি পণ্যের বাজার ব্যবস্থা নিশ্চিত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ এপ্রিল) চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বজরা দিয়ারখাতা চরে এ সভার আয়োজন করে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র, পল্লী উন্নয়ন একাডেমী এবং সুইচ কন্ট্রাক্ট বাংলাদেশ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান এনডিসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুইচ কন্ট্রাক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান সেজান, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় দাস, এমফোরসি আরডিএ প্রকল্পের পরিচালক আব্দুল মজিদ প্রামানিক, টিম লিডার আব্দুল আউয়াল, বেসরকারী উন্নয়ন সংস্থা মহিদেব এর পরিচালক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চরাঞ্চলের কৃষি উন্নয়ন এবং কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনা উন্নিত করার গুরুত্ব আরোপ করেন। পরে অতিথিরা চরাঞ্চলের কৃষকের ক্ষেত এবং গবাদি পশুর খামার পরিদর্শন করেন।