|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, এপ্রিল ০৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে স্কুল মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত
চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল বাধেঁ নিচে অবস্থিত কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির পার্শ্ববর্তী বাড়ী-ঘর স্কুলের মাঠের চেয়ে উচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেও পানির তলিয়ে যায় মাঠটি। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
➤ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রামে উন্নয়ন সহযোগী ফ্রেন্ডশিপ এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের প্রথম কর্মসূচীতে ছিল বর্ণাঢ্য র্যালি। জেলা সিভিল সার্জন অফিস থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় ঘুরে আবার সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।
➤ উলিপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত
উলিপুরে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬‘শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত হয় বীজ এবং সার বিতরণ অনুষ্ঠান।