|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, এপ্রিল ০২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
“এমন বিশ্বগড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে সাইটসেভার্স ও উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় শনিবার (০২ এপ্রিল) ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উদযাপিত হয়েছে।
➤ কুড়িগ্রামে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ধরলা নদীর চরে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে নিখোঁজ আজগার আলী (৬০) এর মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার (০২ এপ্রিল) দুপুরে ধরলা নদীতে চর ভেলাকোপা নামক স্থান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত: চৌধুরী মুন্সির পূত্র।
➤ ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে দ্রুত ইমিগ্রেশন চালুর আশ্বাস দিয়েছেন ভারতীয় সহকারি হাই কমিশনার
ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে দ্রুত ইমিগ্রেশন চালুর বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় সহকারি হাই কমিশনার সনজিব কুমার ভাট্টি। একই সাথে আমদানী-রপ্তানীতে যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার (০২ এপ্রিল) দুপুরে সোনাহাট স্থলবন্দর প্রশাসনিক কার্যালয়ের হলরুমে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব আশ্বাস দেন ভারতীয় সহকারি হাই কমিশনার সনজিব কুমার ভাট্টি। বন্দরটি দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।