।। নিউজ ডেস্ক ।।
কন্যা শিশুদের বাল্যবিবাহ রোধ এবং স্কুলমুখীকরণে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১মার্চ) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র কুড়িগ্রাম আঞ্চলিক অফিসের ম্যানেজার লিংকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, ম্যানেজিং কমিটির সভাপতি মো, আব্দুল গফুর, চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ব্যাক টু স্কুল প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কালাম উদ্দিন প্রমুখ।
শেয়ারিং মিটিংয়ে কন্যা শিশুদের বাল্যবিবাহ রোধ, তাদের স্কুলমুখীকরার জন্য করণীয় কি, শিক্ষার বাঁধাগুলো কি এবং এসব সমস্যা সমাধানে করণীয় কি হতে পারে তা নিয়ে আলোকপাতা করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে গুড নেইবারস বাংলাদেশ’র কুড়িগ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগামের ব্যাক টু স্কুল প্রকল্প। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।