।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার কৃষকদের কৃষি কাজে আধুনিকায়ন করতে সদরের যাত্রাপুর ইউনিয়নে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ডিজিটাল গ্রাম সেবা সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়েছে।
সারা বাংলা কৃষক সোসাইটির ঢাকার সহযোগিতায় বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারে এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল হাসান,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, যাত্রাপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন এলাকার কৃষকগণ।
ডিজিটাল মেলায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, কৃষকদের আধুনিকায়ন করতে সরকার প্রতিটি ইউনিয়নে কৃষকদের সেবা দিতে ডিজিটাল সেন্টার চালু করেছেন। সরকারের পাশাপাশি যাত্রাপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার ডিজিটাল সেন্টারটির মাধ্যমে এখন থেকে চরাঞ্চলের কৃষকরা যেকোন সময় এখানে এসে কৃষি সেবা নিতে পারবেন। আপনারা জানের চরাঞ্চলে বিভিন্ন প্রকার ফসল ফলে থাকে। তাদের ফসলের কোন সমস্যা হলে তারা ভালো ব্যবস্থা নিতে পারে না। আসা করছি এই সেন্টারটির মাধ্যমে এখানকার কৃষকরা তাদের জমি ও ফসল সম্পর্কে সুপরামর্শ পাবেন।
সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে কৃষকদের আধুনিকায়নে ডিজিটাল গ্রাম সেবা সেন্টার চালু করা হলো। এই সেন্টারে মাধ্যমে কৃষকরা কৃষি সেক্টরে যেকোন কোন সমস্যার সম্মুখীন হলে এখানে এসে তাৎক্ষণিকভাবে সমাধান নিতে পারবেন।
//নিউজ/কুড়িগ্রাম//খালেক/মার্চ/৩১/২২