।। নিউজ ডেস্ক ।।
রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরের বাড়ীতে বসবাসকারী ১৫০টি রিফিউজি পরিবার অবৈধ দখলদারদের উচ্ছেদ ও জমি উদ্ধারের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বুধবার (৩০ মার্চ) দুপুর ১২টার সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোলায়মান আলী, হুমায়ুন কবির, মো. নিজাম, রুবেল হক, আমজাদ হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৪৭-৪৮সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর ভারতের আসাম থেকে বিতাড়িত হয়ে কয়েকটি পরিবার রাজারহাটে আশ্রয় নেয়। তৎকালিন সরকার পাঙ্গা মীরের বাড়ীতে বসবাসের জন্য ১০০ দশমিক ৪০ শতক জমি এবং চাষাবাদের জন্য ২০৭ দশমিক ৭ একর জমি বরাদ্দ দেয়। ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধীরা রিফিউজি পাড়ায় লুটপাট ও হামলা চালিয়ে দুজন রিফিউজিকে হত্যা করে। এ ঘটনায় সেখান থেকে পালিয়ে যায় রিফিউজি পরিবারগুলো। পরবর্তীতে ফিরে এলেও বরাদ্দকৃত জমি আর উদ্ধার করতে পারেনি। ফলে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও জমি উদ্ধারে প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে দেড়শ রিফিউজি পরিবারের সদস্যরা।