।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে সদরে ও উলিপুরে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে স্বাধীনতার বিজয়স্তম্ভে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও জেলা আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও আলোচনা সভা, সাস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীসহ মুজিব উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা,জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো:জাফর আলী,সহ-সভাপতি চাষী করিম,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,যুগ্নসম্পাদক জিল্লুর রহমান টিটু,প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু,নবনির্বাচিত প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ,সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব স্ব আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করে।
অপরদিকে উলিপুরে ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার – সকল শিশুর সমান অধিকার’ এই স্লোগানকে ধারন করে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাতদিন ব্যাপী সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, ওসি ইমতিয়াজ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উলিপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম ডি ফয়জার রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী কে কে এম সাদেকুল আলম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ বিশেষ মর্যাদায় দিনটি উদযাপন করেন।