।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে পালন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ঃ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, চিলমারী মডেল থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ভারঃ সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার ওসি তদন্ত প্রমুখ।
এছাড়াও বিকালে শিল্পকলা মঞ্চে বঙ্গবন্ধুর জীবনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতাসহ মুক্তিযোদ্ধাদের জীবনী নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ৭দিন ব্যাপি বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কেক কাটা, র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছিল।
//নিউজ/চিলমারী//সোহেল/মার্চ/১৭/২২