।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর উদ্যোগে এবং সলিডারিটি ও বাংলাদেশ হেল্থ ওয়াচ এর সহযোগিতায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আমাদের করণীয় বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার ((১৬ মার্চ) সলিডারিটি টাওয়ারের অধ্যাপক শামছুন নাহার চৌধুরী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মনজুর-এ-মুর্শেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন, অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন ও রওশন আরা চৌধুরী প্রমুখ।
সভায় সিভিল সার্জন ডা. মনজুর-এ-মুর্শেদ কুড়িগ্রাম জেলার স্বাস্থ্য বিষয়ে সকল তথ্য উপাত্ত মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। উপস্থিত সুধীজন মুক্তআলোচনার মাধ্যমে কুড়িগ্রাম জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন এবং কিভাবে তা স্থানীয় ভাবে সমাধান করা যায় সে বিষয়েও আলোচনা হয়। বাঙলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমেদ মোস্তাক রাজা বলেন, সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবো।