।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার পাম্পের মোড় থেকে ব্যাপারীর বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার মেরামত কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দায়সারা কাজ করছেন বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে কাজ বন্ধ করলেন নির্বাহী প্রকৌশলী।
জানা গেছে, চিলমারী উপজেলার মাটিকাটা পাম্প মোড় থেকে রানীগঞ্জ হয়ে উলিপুর উপজেলা ও জেলা সদর যাওয়ার সড়ক মেরামতের নামে দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা, অভিযোগ এলাকাবাসীর। কাজের মান নিম্ন হওয়ায় এলাকাবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স আরস ট্রের্ড্স রংপুর ঠিকাদার প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার সংস্কারের কাজটি বাস্তবায়ন করছেন। ২০২১-২২ অর্থ বছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অধিদপ্তর চিলমারী’র তত্বাবধায়নে কাজটি পরিচালিত হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করেন, সড়ক সংস্কার বা মেরামতের নামে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করলেও নিরব উপজেলা প্রকৌশলী বা উপ-সহকারী প্রকৌশলী কাজটি তত্ত্বাবধায়ন বা পরিদর্শন করার কথা থাকলেও অজ্ঞাত কারনে এলকেএসএসএর মাধ্যমে নিয়োপ্রাপ্ত নাছির উদ্দিনকে দিয়ে দায়সারা ভাবে পরিদর্শন করে কাজটি পরিচালনা করে আসছেন উপজেলা প্রকৌশলী।
সরেজমিনে দেখা যায়, বালিমাটি পরিস্কার না করেই করা হচ্ছে কার্পেটিং, ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের সামগ্রী, রাস্তার কাজ করার সাথে সাথে পিচিং উঠে যাচ্ছে। এমনকি রাস্তার দুই পাশের রেজিং এর ইটগুলে উপরে উঠে গেছে, যা যাত্রী বা পথচারীদের জন্য মরন ফাঁদে পরিনত হয়েছে। রাস্তাটির ফিনিশিং কোট তেল ব্যবহার করে রোলিং করার কথা থাকলেও তা মানা হচ্ছে না এবং বিটুমিন এর পরিমান কম থাকার ফলে রাস্তাটির অধিকাংশ জায়গায় পিচিং উঠে যাচ্ছে। গাবের তল এলাকার দোলন, একরামুল হক, ব্যাপারির বাজার এর আমিনুল ইসলাম, মকবুল ইসলামসহ অনেকে বলেন, যেভাবে রাস্তাটির দায়সারা কাজ হচ্ছে এমন কাজ কখনোই দেখি নাই, নামমাত্র পিচ (কার্পেটিং) রাস্তা হচ্ছে। যে রাস্তা তৈরী হচ্ছে তাতে ২/৪ মাসও টিকবে বলে মনে হয় না।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম মাসুদুর রহমান বলেন, ইতি মধ্যে পরিদর্শন করে কাজটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে এবং সমস্যা গুলো দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সড়কটি মানসম্মত করার ব্যাপারে আমি পদক্ষেপ নিয়েছি ।
//নিউজ/চিলমারী//সোহেল/মার্চ/১৬/২২