।। নিউজ ডেস্ক ।।
‘এসো নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (মার্চ ১৪) সকাল ১১টায় উলিপুর সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উলিপুর সরকারি কলেজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমী ও উপজেলা শিল্পী সমিতির সহযোগিতায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রভাষক শামীম আখতার আমিন, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহ্রাব আলী মোল্লা প্রমূখ। এসময় বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবি মানুষজন উপস্থিত ছিলেন।
//নিউজ/উলিপুর//মালেক/মার্চ/১৪/২২