।। টেক ডেস্ক ।।
নিজেদের অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে ফাইল শেয়ারের জন্য এয়ার ড্রপের মতো ফিচার রয়েছে অ্যান্ড্রয়েডে। এমন একটি অ্যান্ড্রয়েড ফিচার যার মাধ্যমে একজন অ্যান্ড্রয়েড ইউজার আরেকজন আন্ড্রোয়েড ইউজার কে ফাইল শেয়ার করতে পারবে কোনো এপ্লিকেশন ছাড়াই।
ফিচারটি অ্যান্ড্রয়েড ভার্শন ৬.০ থেকে শুরু করে পরবর্তী সব ব্যবহারকারীরা বিনামুল্যে ব্যবহার করতে পারবে। এই পদ্ধতির মাধ্যমে একজন অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী আরেকজন ব্যাবহারকারীকে সহজেই চারপাশের লোকজনের সাথে তৎক্ষণাত ছবি, লিঙ্ক, ভিডিও এবং আরও যেকোনো ফাইল তৎক্ষণিক ভাবে শেয়ার করতে পারবে।
ফাইল ট্রান্সফারের জন্য Google Nearby Share অ্যাপটি আপনার ফোনের Wi-Fi, Bluetooth, BLE, বা WebRTC ব্যবহার করে। এটি আপনার কাছাকাছি ডিভাইস এবং ফাস্টেট কানেকশন ডিটেক্ট করে ফাইল শেয়ার করে থাকে।
চলুন জেনে নেওয়া যাক যেভাবে Nearby share (নিয়ারবাই শেয়ার) ফিচারটি চালু করবেন?
এই ফিচারটি অ্যান্ড্রয়েডে হিডেন অবস্থায় থাকে। আপনি আপনার ফোনের নটিফিকশন প্যানেলে অপশনটি খুজে পাবেন। যদি না থাকে তবে সেটিং থেকে এটিকে চালু করতে হবে ।
১। ফোনের সেটিং এ প্রবেশ করুন ।
২। সেখানে থেকে গুগল অপশনে যান ।
৩। গুগলে যাওয়ার পর Device Connections অপশনটি বাছাই করুন ।
৪। সেখানে Nearby share ফিচার দেখতে পারবেন।
৫। সেখানে গিয়ে এনাবল করে নিন