।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আবু তাহের (৫২) নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। বুধবার (৯ মার্চ) ভোরে শহরের হিঙ্গনরায় গোড়স্থান পাড়ায় নির্মানাধীন ৪তলা বাসার ২য় তলায় সিলিং ফ্যানের রডে ঝুলে মারা যান। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি সরকারি মহিলা কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। কুড়িগ্রাম সদর থানা পুলিশ লাশের সুরৎহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অধ্যাপক আবু তাহের কুড়িগ্রাম সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বদলী হয়ে উলিপুর সরকারি ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ ও পরবর্তীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এসময় ২০১৯সালে কলেজে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে শহীদ বেদীতে জুতা পায়ে ওঠার তার একটি ছবি ভাইরাল হয়ে যায়। সে সময় স্থানীয় জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে কলেজ কর্মচারীরা বাদী হয়ে তার বিরুদ্ধে এজাহার দায়ের করে। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পরেন। এরপর তিনি বদলী হয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি সরকারি মহিলা কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন তার স্ত্রী ৪র্থ তলায় নতুন বিল্ডিংয়ে পানি দিতে গিয়ে ২য় তলায় তার স্বামীকে সিলিং ফ্যানের রডে ঝুলতে দেখে চিৎকার করলে আশপশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ নীচে নামান। মৃত: অধ্যাপক আবু তাহেরের দু’পূত্রের মধ্যে বড় পূত্র সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত।
মৃতঃ অধ্যাপক আবু তাহেরের স্ত্রী স্কুল শিক্ষক নাদিরা বেগম জানান, উলিপুর সরকারি ডিগ্রি কলেজে চাকুরীকালিন সময়ে আমার স্বামীর উপর অমানবিক আচরনের পর থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পরেন। এছাড়াও মামলার বিষয় নিয়ে কলেজের কর্মচারীরা তাকে ফোন দিয়ে বিরক্ত করতো। এনিয়ে আত্মসম্মানহানী ও হতাশাগ্রস্থ হয়ে পরেছিলেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশের সুরৎহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো।