।। নিউজ ডেস্ক ।।
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই স্লোগানকে সামনে রেখে রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, বির্তক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, কৃষি অফিসার সম্পা আকতার, প্রেসক্লাব সভাপতি এস এ বাবলু।
অপরদিকে চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবারে ভিন্ন আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের শপথ পাঠ, বাল্যবিবাহের ঝুঁকিপূর্ণ মেয়ে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ছকিনা খাতুন, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, রংপুর বেতার প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, বিবিএফজি উপজেলা কো-অডিনেটর ফৌজিয়া ফারজানা, ফ্রেন্ডশিপ প্রকল্প অফিসার মোঃ আঃ মান্নান প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত শিশু শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে বাল্যবিয়ে প্রতিরোধে নিজে কাজ করবে এবং অপরকে সাহায্য করবে এবং শিশু শিক্ষার্থীরা বাল্যবিয়ে করবেনা মর্মে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার। পরে বিবিএফজি প্রকল্পের আয়োজনে শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও নগত অর্থ প্রদান করা হয়। এছাড়া সহযোগিতার ছিলেন ফ্রেন্ডশিপ, আরডিআরএস, ব্র্যাক, সমাজ উন্নয়ন কর্ম সংস্থা।