।। উপজেলা প্রতিনিধি ।।
নাগেশ্বরীতে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা ১শ ২০ কিশোরী পেয়েছে স্কুল ব্যাগ, খাতা ও নগদ অর্থ। মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদেরকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন আরডিআরএস বাংলাদেশ এর (বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস) বিবিএফজি প্রজেক্ট।
বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীরা যাতে নিজেদের লেখাপড়া চালিয়ে যেতে পারে এবং নিজের বাল্যবিয়ের পরিবর্তে নিজেদের প্রতিষ্ঠত করতে পারে সেই লক্ষ্যে সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮জন করে মোট ১শ ২০ জনের প্রতি জন ছাত্রীকে একটি স্কুল ব্যাগ, ১৪টি করে খাতা এবং ১ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়। আর এতে খুশি সুবিধাভোগী কিশোরীরা।
তারা জানায় যেসব শিক্ষা সহায়তা তারা পেয়েছেন এগুলো দিয়ে প্রায় এক বছর চলতে পারবেন তারা। এছাড়াও নিজেকে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করতে এসব শিক্ষা উপকরণ সহায়ক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।
আরডিআরএস-বাংলাদেশ এর হলরুমে শিক্ষা উপকরণ বিতরণকালে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সালেকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম, বিবিএফজি প্রজেক্ট এর উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, ইউনিয়ন ফেসিলিটেটর মনোয়ারা বেগম, গৌরাঙ্গ রায়, শিউলি খাতুন, রহিমা বেগম প্রমুখ।
//নিউজ/নাগেশ্বরী//হৃদয়/মার্চ/০৮/২২