।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আ.ন.ম গোলাম মোহাইমেইন রাসেল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা বেগম, সংঘ প্রকল্পের স্থানীয় কনসালটেন্ট মো. নাজমুল হক, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার সকল বিভাগসমূহ কিভাবে কাজ করতে পারে এবং বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা তৈরী করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি, মৎস, প্রাণিজসম্পদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা, সমাজসেবা, মহিলা ও শিশু বিষয়ক, প্রাথমিক শিক্ষা এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগসহ সকল ইউনিয়নি পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বেসরকারি এনজিও’র প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে করডেইট’র সংঘ প্রকল্প কর্মশালার আয়োজন করে।