।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বোরহান মিয়া নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে গুরুত্বর আহত অবস্থায় রংপুর নেয়ার পথে শিশুটি মারা যায়।
জানা গেছে, ধামশ্রেনী ইউনিয়নের বিজয়রাম তবকপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র বোরহান মিয়া কয়েকদিন ধরে বমি ও ডায়রিয়ায় ভুগছিলেন। এ অবস্থায় শিশুটিকে হাতুড়ে চিকিৎসা করা হয়। বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে স্বজনরা উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে শিশুটি মারা যায়।
উলিপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, গুরুত্বর অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে প্রেরণ করলে রাস্তায় শিশুটি মারা যায়।
//নিউজ/উলিপুর//মালেক/মার্চ/০৩/২২