।। টেক ডেস্ক ।।
সার্চ ইঞ্জিন গুগল ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করা যায়। সঙ্গে একটি স্মার্টফোন থাকলেই হলো। অপরিচিত কোনো স্থানে যাওয়া কঠিন কিছু না। গুগল ম্যাপ সবার জীবনকেই সহজ করেছে।
এবার ম্যাপ ও নেভিগেশনের সঙ্গে নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে রাস্তার জ্যামের খবর। এ ফিচার অনেক দেশে আগে থেকেই চালু থাকলেও ঢাকার জন্য চালু হয়েছে গত বছরের শেষ নাগাদ। গুগল ম্যাপে ট্রাফিক জ্যামের খবর জানতে আপনার হাতে থাকতে হবে একটি স্মার্টফোন। খুব বেশি ভালো কনফিগারেশন ডিভাইস হতে হবে এমনটাও নয়, এক জিবি র্যামের স্মার্টফোন হলেই অনায়াসেই চলবে গুগল ম্যাপস অ্যাপটি।
ঘর থেকে বের হওয়ার আগেই জেনে নিন কোন রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যাবে। এতে সময় ও পরিশ্রম দুটোই কমবে। গুগল ম্যাপের মাধ্যমে সহজেই বিভিন্ন রাস্তার ট্রাফিক জ্যামের তথ্য জানা যায়। কাজটি খুবই সহজ। এজন্য
➧ আপনার স্মার্টফোন থেকে গুগল ম্যাপ ওপেন করুন।
➧ এবার নির্দিষ্ট এলাকার নাম লিখে সার্চ করতে হবে।
➧ সার্চ ফলাফল দেখা গেলে ম্যাপের ডান দিকের Layers (বর্গক্ষেত্রের ওপর আরেক বর্গক্ষেত্র) আইকনে ট্যাপ করুন।
➧ এবার লাইভ ট্রাফিকের তথ্য জানার জন্য ট্রাফিক আইকনে ক্লিক করে পপআপ মেনু কেটে দিতে হবে।
ব্যবহারকারীরা তাদের পছন্দের স্থানগুলো গুগল ম্যাপ সংরক্ষণ করে রাখতে পারবেন। পরবর্তীতে লোকেশন ভুলে গেলে তা সহজেই দেখে নেয়া সম্ভব হবে।ফোনে টাইপ করতে ঝামেলা মনে হলে ভয়েস সার্চ করেই গুগল ম্যাপস অ্যাপে কোন স্থানে খোঁজে পাওয়া যাবে।