।। জেলা প্রতিনিধি ।।
সততা, নিষ্ঠা, বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করার অঙ্গিকার নিয়ে শপথ নিলেন নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ। চিলমারী উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন।
বুধবার (০২ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে তাদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। এসময় নব-নির্বাচিত ইউপি সদস্যরা তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্টির কল্যাণে নিবেদিতভাবে কাজ করারও অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, চিলমারী মডেল থানার ওসি তদন্ত প্রাণকৃঞ্চ, উপজেলা আওয়ামী লীগ ভারঃ সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
//নিউজ/কুড়িগ্রাম//সোহেল/মার্চ/০২/২২