।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে অগ্নি সংযোগ ও হামলার অভিযোগ উঠেছে। বুধবার (০২ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার জকরিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভূক্তভোগি ওই পরিবারের মাঝে আতংক বিরাজ করছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তবকপুর ইউনিয়নের জকরিয়া পাড়া গ্রামের সাইদুর রহমান মিস্ত্রি গংদের সাথে চাচাত ভাই মজহারুল ইসলাম মন্টু ও আজহারুল ইসলাম মহুবর গংদের ২২শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা আদালতে রয়েছে। ইতোমধ্যে ওই বিরোধপূর্ণ জমিতে সাইদুর মিস্ত্রির লোকজন একটি টিনের ঘর তুলে রাখেন। বুধবার (০২ মার্চ) সকালে পূর্ব পরিকল্পিতভাবে মন্টু ও মহুবরের পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমির টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এরপর ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করে। তারা সাইদুর মিস্ত্রির গোয়ালঘর ও সহোদর আইয়ুব আলীর রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও দূর্বৃত্ত্বরা আইয়ুব আলীর একটি টিনের ঘর,সীমানার টিনের বেড়া ভাঙচুর করে। পরে পুলিশ ও ফায়ার সাভিসের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মজহারুল ইসলাম মন্টু বলেন, ওরা নিজেরাই ওদের বাড়িতে আগুন লাগিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ওদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, উভয় পক্ষের সাথে বসে বিষয়টি মিমাংসা করা হবে।
উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুর রহমান বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
//নিউজ/উলিপুর//মালেক/মার্চ/০২/২২