।। জেলা প্রতিনিধি ।।
ভুরুঙ্গামারীতে ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে মজিবর রহমান নামে তিন সন্তানের জনক দিনমজুর। পরিবার বলছে সাংসারিক টানাপোড়েন সইতে না পেরে আত্মহত্যা করেছেন মজিবর। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, স্ত্রী সন্তানদের ভরনপোষণ ও সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন দিনমজুর মজিবর। বেশ কিছুদিন থেকে হতাশায় ভুগছিলেন তিনি। গত ২২ ফেব্রুয়ারি পাশের চরভুরুঙ্গামারী বাজার থেকে ইঁদুর মারা বিষ কিনে আনেন পরে বাড়িতে তিনি তা খেয়ে ফেলেন। দুপুরে পরিবারের লোকজন তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসায় থাকা অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশকে না জানিয়েই মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ তার বাড়িতে গিয়ে মৃত্যুর কারণ অনুসন্ধান করে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়। এতে তার পরিবারের কারও অভিযোগ-আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, পরিবারের লোকজন ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে তিনি সাংসারিক টানাপোড়েনে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/ফেব্রুয়ারি/২৩/২২