।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কুড়িগ্রাম পৌরসভা, জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠন, বিএনপি, কুড়িগ্রাম প্রেস ক্লাব ও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ কুড়িগ্রামের সর্বস্তরের মানুষ।
সকাল ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে ভার্চুয়াল আলোচনায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
এছাড়া সকালে প্রভাত ফেরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।