।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে সেফ স্যানিটেশন ইন ডিজিস্টার বিষয়ক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আরডিআরএস বাংলাদেশ হলরুমে আদ্রিতা তানহা তাকিয়ার বাস্তবায়নে ইউজিএপি বাংলাদেশ এবং নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এ্যান্ড ইনিসিয়েটিভ-নারীর কারিগরি সহায়তায়, ইয়াং ওয়াটার স্যুলুশনের অর্থায়নে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন নারী ন্যাচারাল ক্রাফ্টের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন।
এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বুড়াবুড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমূখ। দ্যা ইয়াং ওয়াটার ফেলো আদ্রিতা তানহা তাকিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন এমজেএসকেএস’র ওয়াশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
//নিউজ/উলিপুর//মালেক/ফেব্রুয়ারি/২০/২২