।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বিশিষ্ট সাংবাদিক ও লেখক আব্দুল খালেক ফারুক এর তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বই তিনটি হলো-নানা রঙের দিনগুলি (আত্মজীবনীমুলক), নেতার বিড়ম্বনা (গল্পগ্রন্থ) ও শেখ সাহেবের ভক্ত (নাট্যগ্রন্থ)।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত তরুণ লেখক ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সাহিত্যিক ও শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়। এবছর বইমেলায় ৩টি বইসহ এ পর্যন্ত লেখকের ১০টি বই প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে তরুণ লেখক ফোরামের পক্ষ থেকে একুশে পদকপ্রাপ্ত লেখক ও গবেষক অ্যাডভোকেট আব্রাহাম লিংকনকে সংবর্ধনা দেয়া হয়।
প্রবীন শিক্ষাবিদ খন্দকার খায়রুল আনম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন, কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী অফিসার রাসেদুল হাসান, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, লেখক আব্দুল খালেক ফারুক, কবি ও প্রাবন্ধিক এনাম রাজু, কলামিষ্ট নাহিদ নলেজ, গল্পকার জুলকার নাইন স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেবাশীষ রায় ও নাজমুল হুদা। আবৃত্তিতে অংশ নেন শুদ্ধ শারাফ, লুনা জাহান, জয়সিংহ ও সুষ্মিতা সরকার।