।। নিউজ ডেস্ক ।।
এ বছর সমাজসেবায় একুশে পদক পেয়েছেন কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এস এম আব্রাহাম লিংকন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে যার মধ্যে তালিকার ১৭ নম্বরে রয়েছেন এস এম আব্রাহাম লিংকন।
কুড়িগ্রামে জন্মগ্রহণকারী দ্বিতীয় ব্যক্তি হিসাবে একুশে পদক পেলেন এস এম আব্রাহাম লিংকন। এর আগে প্রথম একুশে পদক পেয়েছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
এস এম আব্রাহাম লিংকন ১৯৬৬ সালের ১৪ নভেম্বর কুড়িগ্রাম জেলা শহরের কৃষ্ণপুর বকসীপাড়া গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। জেলা শহরের বেপারিপাড়া গ্রামের অধিবাসী মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মহিউদ্দিন আহমদ ও প্রয়াত আমেনা খাতুন দম্পতির ছেলে আব্রাহাম লিংকন। সাত ভাইয়ের মধ্যে পঞ্চম আব্রাহাম লিংকন।
তিনি ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে অনার্সসহ এলএলবি এবং এলএলএম পাস করেন। ১৯৯১ সালের ৯ অক্টোবর থেকে কুড়িগ্রামে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্রাহাম লিংকন। এ ছাড়াও তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত আছেন এবং বিগত ২০০৭ সাল থেকে অদ্যাবধি কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত।
তিনি ১৯৮৮ সালে ছাত্রাবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ছিলেন। এ ছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পদক পাওয়ার প্রতিক্রিয়ায় আব্রাহাম লিংকন বলেন, ‘কোনো মানুষ পুরস্কারের জন্য কাজ করেন না। কাজ মানুষকে সম্মান এনে দেয়। যাঁরা আমাকে এই সম্মান দিয়েছেন আমি তাঁদের সম্মান জানাই।’