।। টেক ডেস্ক ।।
বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদন ও প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। সারা বিশ্বের কোটি কোটি মানুষ ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব ব্যবহার করেন। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কয় এক হাজার ডলার আয় করছে এই প্ল্যাটফর্ম থেকে।
সকল মানুষের কাছে এর জনপ্রিয়তা থাকলেও একটানা ভিডিও দেখা বেশ বিরক্তিকর ও যন্ত্রণার কারণ হয়ে উঠে হরহামেশাই। কারণ টিভি চ্যানেল গুলোর মত ইউটিউবে চলে আসে বিজ্ঞাপন। তবে কিছু কৌশল অবলম্বন করলে এই বিরক্তিকর বিজ্ঞাপন গুলো আসবে না।
তাহলে চলুন জেনে নেওয়া যাক ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখবেন যেভাবে-
⇛ সবার প্রথমে ইউটিউবে যান।
⇛ যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।
⇛ এবার ভিডিওর ইউআরএল-এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/watch তাহলে সেক্ষেত্রে www.youtube.com./watch এই ইউআরএল ব্যবহার করলেই ভিডিওতে আর কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।
এখানে মূলত ইউআরএল-এর মধ্যে একটি ডট ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেজটি একাধিক ভাগে ভিউয়ারের কাছে পৌঁছে যায়। এর ফলে কোনো বিজ্ঞাপন, কুকিজ যুক্ত থাকে না।
মোবাইল থেকেও এই পদ্ধতিতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে ক্রম ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ অপশন সিলেক্ট করতে হবে। তারপর একই ভাবে
⇛ যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।
⇛ এবার ভিডিওর ইউআরএল-এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/watch তাহলে সেক্ষেত্রে www.youtube.com./watch এই ইউআরএল ব্যবহার করলেই ভিডিওতে বিজ্ঞাপন আর দেখা যাবে না।