।। নিউজ ডেস্ক ।।
উলিপুর পৌরসভার ২৫০জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে সেভ দ্য চিলড্রেন এর আর্থিক সহযোগিতায় ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এমজেএসকেএস এর বাস্তবায়নে ‘জরুরী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম প্রকল্প’র আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার ও পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি তাজমুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, হতদরিদ্র প্রতি ব্যক্তিকে ১টি কম্বল, ২টি চাদর, ২টি সোয়েটার সম্বলিত একটি ব্যাগ প্রদান করা হয়। প্রকল্পের আওতায় উলিপুর উপজেলার থেতরাই, দলদলিয়া ও চিলমারী উপজেলার রমনা, থানাহাট ও রানীগঞ্জ ইউনিয়নের ১ হাজার ২৫০ জন শীতার্ত মানুষকে একই ধরনের শীতবস্ত্রের ব্যাগ প্রদান করা হবে।
//নিউজ/উলিপুর//মালেক/জানুয়ারি/১৩/২২