।। জেলা প্রতিনিধি ।।
চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন রাজারাহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়া ভোট কেন্দ্রে যাওয়ার পথে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে লাঞ্চিত করে ১২ ঘন্টা একটি কক্ষে আটকে রাখে। এ ঘটনার প্রতিবাদে এলাকার বিক্ষুব্ধ জনতা মানববন্ধন ও সমাবেশ করেছে।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ ছিনাই ইউনিয়ন কমান্ড এর আয়োজনে ছিনাই বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সদর ও রাজারহাট উপজেলাসহ ওই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন বীর প্রতীক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, ছিনাই ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সাদেকুল হক নূরু, রাশেদুরজ্জামান বাবু প্রমূখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ভোটের দিন ভোট কেন্দ্রে যাওয়ার পথে বীর মুক্তিযোব্ধা আহম্মদ আলীকে লাঞ্চিত করেছে জামাত শিবির মদদপুষ্ট একদল সন্ত্রাসী। শুধু লাঞ্চিত করা নয় বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে একটি কক্ষে ১২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা।
বক্তারা বলেন, সন্ত্রাসীরা জামাত-শিবিরের কর্মী। তারা ছদ্ববেশে ইউনিয়নের একতা বাজার আলোর দিশারী পাঠাগার নামের সংগঠনের মাধ্যমে মৌলবাদী তৎপরতা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে লাঞ্চিত ও অবরুদ্ধ করে রাখা সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন বক্তারা।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/ডিসেম্বর/২৯/২১