।। নিউজ ডেস্ক ।
‘এসো মিলি ভ্রাতৃত্বের বন্ধনে, আমাদের একতা দেশের কল্যাণে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে থেতরাই ইউনিয়নের পাটোয়ারী পাড়া জামে মসজিদ নির্মাণ কাজে নগদ ২০ হাজার টাকা প্রদান করেছে স্থানীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেল টায় সংগঠনের অফিসে সভাপতি আতাউর রহমান উক্ত টাকা মসজিদ কমিটির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত মিলিটারি আলহাজ্ব খায়রুল আলমের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ রেজাউল করিম, সদস্য ফজলুল হক, শেখ রেজাউল করিম, মিজানুর রহমান, আবু রায়হান বাবু প্রমুখ।
উল্লেখ্য সংগঠনটি সমাজের অবহেলিত, অসহায় দারিদ্র্য, দুঃস্থ, নদীভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা প্রদান করে আসছে। এছাড়া বিনামূল্যে রক্তের ব্যবস্থা, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা , কবরস্থান, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নিরক্ষতা দূরীকরণ, গ্রামীন অবকাঠামোর উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।