।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে চতুর্থ ধাপে ১৩টি ইউনিয়নে রবিবার (২৬ ডিসেস্বর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩৭টি কেন্দ্রে ৮২৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০ ইউনিয়নের ফলাফল প্রকাশ করা হলেও ৩ ইউনিয়নে বন্ধ রয়েছে ভোট গ্রহন।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা, উপজেলার হাতিয়া ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শায়খুল ইসলাম নয়া, তবকপুর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোখলেছুর রহমান, বুড়াবুড়ি ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান খন্দকার এরশাদ, দলদলিয়া ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী, বজরা ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম সরদার, পান্ডুল ইউনিয়নে নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, গুনাইগাছ ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকলেছুর রহমান, ধরণীবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন এরশাদুল হক।