।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে আজ সকাল থেকে চতুর্থ ধাপে চলছে ১৩টি ইউনিয়নের ভোট গ্রহন। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন জায়গায়।
ধরণীবাড়ী ইউনিয়নের বাকারায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, বেশ শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহন। সেখানে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। ঐ ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ২১১০ জন। উৎসব মূখর পরিবেশে ভোট দিচ্ছে ভোটাররা।
নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন অফিস থেকে সরঞ্জাম সংগ্রহ করছেন।
চতুর্থ ধাপের ইউপি ভোট ২৩শে ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে তা তিন দিন পিছিয়ে ২৬শে ডিসেম্বর নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন।
এদিকে সকাল থেকে কেন্দ্রো গুলিতে ভোটার উপস্থিত ছিল চোখ পড়ার মত। নারী ভোটার সংখ্যা ছিল বেশি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৭০০জন পুলিশ ও ২ হাজার ৩২৩জন আনসার সদস্য মোতায়েন আছেন। এছাড়াও ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের পাশাপাশি আছেন ১ কোম্পানি র্যাব ও ৪ প্লাটুন বিজিবির সদস্য কর্মরত।