।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ প্রার্থী খায়রুল ইসলাম বাবলু সরকারের নৌকা প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ ডিসেম্বর) গভীর রাতে কুড়িগ্রাম – চিলমারী সড়কের অর্জুনডারা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত জনতা ওই এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে।
জানা যায়, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অর্জুনডারা নামক এলাকায় সোমবার গভীর রাতে নৌকা প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের দাবি, দুই স্বতন্ত্র প্রার্থী ও তাঁদের কর্মী সমর্থকরা রাতের আঁধারে এ অগ্নিকান্ড ঘটিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুড়িগ্রাম-চিলমারী সড়কের অর্জুনডারা নামক এলাকায় রাস্তার উপর টানানো নৌকার প্রতিকৃতি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, একটি কুচক্রী মহল নির্বাচনের শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম জানান, সকালে ফজরের নামাজ পড়ে দেখতে পাই রাস্তার উপর টানানো নৌকা প্রতীকটি অজ্ঞাত ব্যক্তি পুড়িয়ে দিয়েছে। পরে নৌকা প্রার্থী খায়রুল ইসলাম বাবলু সরকারকে ফোন দিয়ে অবগত করি। এরপর স্থানীয় জনতা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল ইসলাম বাবলু সরকারের সাথে কথা হলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম সাঈদ, আবেদ আলী সরদারসহ স্বাধীনতা বিরোধী একটি চক্র আমার নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমি উপজেলা নির্বাচন অফিসে একটি লিখিত অভিযোগ দাখিল করেছি। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম সাঈদ জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকার লোকজন নিজেরাই নৌকা পুড়িয়ে আমার ও আমার কর্মীদের উপর দোষ চাপাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী আবেদ আলী সরদার জানান, আমি নিজেই সংকিত। সরকারি দলের লোকজনের ভয়ে আমি বাড়ি থেকে বের হতে পারছিনা। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
ওই ইউনিয়নের রিটার্নিং অফিসার আহসান হাবিব বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।
থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ঘটনাটি জানার পর ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
//নিউজ/উলিপুর//মালেক/ডিসেম্বর/২১/২১