।। নিউজ ডেস্ক ।।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে যারা দুই ডোজ টিকা নিয়েছেন, নির্দিষ্ট সময় পর তারা পাচ্ছেন বুস্টার ডোজ। রবিবার (১৯ ডিসেম্বর) থেকে দেশব্যাপী ষাটোর্ধ্ব ও সম্মুখসারীর কর্মীদের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে সরকার।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে বিশ্বব্যাপী বুস্টার ডোজ নেওয়ার ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
কীভাবে পাবেন কোভিডের বুস্টার ডোজ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বুস্টার ডোজের জন্য কাউকে নতুন করে আবেদন করতে হবে না। প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন যেসব কেন্দ্র থেকে এবং যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পূর্ণ হয়েছে, তাদেরকে সেসব কেন্দ্র থেকে তৃতীয় ডোজের এসএমএস দেওয়া হবে। এরপর ওই টিকা কেন্দ্রে এসএমএস দেখিয়ে বুস্টার ডোজ নেওয়া যাবে। প্রথমে সম্মুখসারির ব্যক্তিদের (চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তি) বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবেন।
ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুস্টার ডোজেরও সার্টিফিকেট দেওয়া হবে। তবে এখন বুস্টার ডোজ নিলে সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে হবে। এছাড়াও তিনি জানান, সপ্তাহখানেকের মধ্যে সুরক্ষা অ্যাপ প্রস্তুত হওয়ার পর সারাদেশে বুস্টার ডোজ টিকা দেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত, দেশের প্রায় সাত কোটি মানুষকে টিকার প্রথম ডোজ ও প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৩০% মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে।