।। টেক ডেস্ক ।।
আপনার অজান্তে কেউ যাতে আপনার হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট দেখতে না পারে, তার জন্য ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’ চালু করেছে হোয়াটসঅ্যাপ মালিকানাধীন সংস্থা মেটা। প্রথমে iOS-এর জন্য ও পরে Android অ্যাপ্লিকেশনের চালু হয়েছে হোয়াটসঅ্যাপের এই ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’ সিস্টেম।
সংস্থার দাবি, এই ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’ সিস্টেমের সাহায্যে আপনার ব্যক্তিগত চ্যাটের গোপনীয়তা সুনিশ্চিত করার পাশাপাশি তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) অ্যাপ লকারগুলি ইনস্টল করা থেকে ব্যবহারকারীকে বিরত রাখে। এর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে ‘ফিঙ্গারপ্রিন্ট লক’ অপশন অ্যাকটিভ করতে হবে।
তাহলে চলুন জেনে নেই কিভাবে ফিঙ্গারপ্রিন্ট অপশনটি অ্যাকটিভ করতে হয়।
১) নিজের ফোনে থাকা হোয়াটসঅ্যাপটি ওপেন করুন।
২) হোয়াটসঅ্যাপে উপরের দিকে ডান দিকের কোণে তিন-ডট (মেনুতে)-এ ট্যাপ করুন। তার পর সেটিংস অপশনে ট্যাপ করুন।
৩) এবার অ্যাকাউন্ট ট্যাবে গিয়ে স্ক্রোল করে প্রাইভেসি অপশনে ট্যাপ করুন।
৪) এই প্রাইভেসি অপশনেই ‘ফিঙ্গারপ্রিন্ট লক’ দেখতে পাবেন।
৫) ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন অ্যাকটিভ করার জন্য ‘আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট’ অপশন বেছে নিন।
৬) এখান থেকেই হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাকটিভ করে নিতে পারবেন।