।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রাম সদর , ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার ২৭টি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল (২৮ নভেম্বর) রোববার। শনিবার (২৭ নভেম্বর) সংশ্লিষ্ট অফিস থেকে ভোট গ্রহণের জন্য ব্যবহৃত সরঞ্জাম ২৭টি ইউনিয়ের ২শ ৮৬টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। ভোট গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপার প্রদান করা হবে বলে জানা গেছে।
তিনটি উপজেলার ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩৬ জন, সাধারণ সদস্য পদে ৬শ ১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য ৯শ ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এসব ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৬০ হাজার ৭শ ৪১ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৮০ হাজার ৮শ ২জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮শ ৩৯ জন।
জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন সুষ্ঠ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও ১৩ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন র্যাবসহ ১৫ জন ম্যাজিস্ট্রেট শান্তি শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/নভেম্বর/২৭/২১