।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের দূর্গাপুর ইউনিয়নকে প্রাথমিক পর্যায়ে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় এবং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি প্যানেল চেয়ারম্যান আবু সায়েম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফেরদৌস আলী, সংরক্ষিত ইউপি সদস্য মল্লিকা বেগম, দুর্গাপুর দাখিল মাদরাসার সুপার আব্দুস ছাত্তার, গোড়াই পাচপীর বহুমুখী আব্দুস ছবুর খাঁন, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফ-উজ-জামান।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মনিরা বেগম, নাছিমা বেগম, জীবন চন্দ্র, নূরজাহান বেগম চম্পা, মাঈদুল ইসলাম জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।
//নিউজ/উলিপুর//মালেক/নভেম্বর/২৩/২১