।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বর্জ্য ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে ক্ষতিগ্রস্থ জমি মালিকদের মাঝে চেক হস্তান্তর করা হয়।
জানা গেছে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা‘র) অর্থায়নে পৌরসভার নাওডাঙ্গা মৌজায় ৩ একর জমির উপর ডাম্পিং স্টেশনের উদ্যোগ নেয় সরকার। এতে করে ১১ জন জমির মালিক ক্ষতিগ্রস্থ হন। এসব ক্ষতিগ্রস্থ মালিকদের মাঝে ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ টাকা বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রসাশক মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা কুড়িগ্রাম মো. গোলাম ফেরদৌস, অতিরিক্ত ভূমি অধিগ্রহন কর্মকর্তা আ.ন.ম জাহিদুল ইসলাম, সহাকারী কমিশনার (ভূমি) উলিপুর আশরাফুল আলম রাসেল, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, কাননুগো জালাল উদ্দিন আহম্মেদ, সার্ভেয়ার মো. ছয়ফুল ইসলাম, অফিস সহকারি মো. মাজেদুল ইসলাম প্রমূখ।
//নিউজ/উলিপুর//মালেক/নভেম্বর/১৮/২১