।। নিউজ ডেস্ক ।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেলওয়ে সম্প্রসারণ করার কাজ হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলা ও বন্দরে হবে রেল সংযোগ। ১২ নভেম্বর (শুক্রবার) চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের শাসন আমলে কুড়িগ্রাম – চিলমারী রেল সংযোগ উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। সেখানে রেলওয়েকে একটি আধুনিক ও যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা করতে চান প্রধানমন্ত্রী। কুড়িগ্রাম এক্সপ্রেস নামে ট্রেনটি উলিপুর স্টেশন পর্যন্ত চলাচলের জন্য আধুনিকায়ন করা হচ্ছে। পরে রমনা স্টেশন পর্যন্ত চালু করা হবে। এ ছাড়া চিলমারী নৌবন্দরের সঙ্গে রেল যোগাযোগ আরো উন্নত করা হবে। রেলমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চিলমারী নদীবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্যও উদ্যোগ গ্রহণ করেছেন।
বিকেলে মন্ত্রী কুড়িগ্রাম নতুন শহরের উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন ও বেশ কিছু মূল্যবান স্মারক উন্মোচন করেন।
এ সময় মন্ত্রী বলেন, জিয়াউর রহমান কী ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন জানি না। তবে তিনি মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন। ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে নতুন প্রজন্মের সামনে ইতিহাসের প্রামাণ্য দলিল তুলে ধরার প্রয়োজন রয়েছে।
এর আগে সকালে রেলমন্ত্রী চিলমারী নদীবন্দরের রমনা ঘাট পরিদর্শন করেন।