।। নিউজ ডেস্ক ।।
ভূরুঙ্গামারী উপজেলায় ৭ টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। সকালেই কেন্দ্রগুলোতে পৌঁছানো হয় ব্যালট পেপার।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত তবে নারী ভোটারদের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল কম।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ভূরুঙ্গামারী উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ১৫ হাজার ৪৩৬ জন। এরমধ্যে নারী ভোটার ৫৮ হাজার ৮৫০জন এবং পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৮৬ জন। মোট ৬৭টি কেন্দ্র ৩৩৩টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান প্রার্থী ৩৪ জন, সংরক্ষিত মহিলা ৮৪জন এবং সাধারণ সদস্য ২০৯ জন।
এ দিকে সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব, স্ট্রাইকিং ফোর্স ৩টি বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৬জন পুলিশ ও ১৫জন আনসার টহলের দায়িত্বে রয়েছে।