।। জেলা প্রতিনিধি ।।
চাকিরপাশার নদী দখল মুক্ত করতে জরিপ করেছেন ৫ সদস্যের জাতীয় নদী রক্ষা কমিশনের জপির টীম। বুধবার (০৩ নভেম্বর) রাজারহাট উপজেলার তিস্তা নদীর প্রবেশ মুখ থেকে চাকিরপাশার নদীতে জরিপ কাজ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের গঠিত টিমের আহ্বায়ক অতিঃ সচিব সৈয়দ মোঃ মতলুবর রহমান, পানি বিশেষজ্ঞ সাজেদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ডীন ড. তুহিন ওয়াদুদ, রাজারহাট সহকারী কমিশনার (ভূমি) আকলিমা মুন্নি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান।
জানা গেছে, চাকিরপাশার নদী দখল মুক্ত করতে স্থানীয় প্রশাসনকে কয়েক দফা চিঠি পাঠান জাতীয় নদী রক্ষা কমিশন। তারপরও নানা কারণে দখল মুক্ত না হওয়ায় বিশেষ জরিপ টিম গঠন করে জাতীয় নদী রক্ষা কমিশন।
জরিপ টীমের প্রধান বলেন, নদীকে সংকুচিত করার সুযোগ নেই। নদী কমিশন চায়, নদী তার স্বাভাবিক বৈশিষ্ট নিয়েই প্রবাহমান হবে। কোনো দখলদার নদীর গতিপথ বন্ধ করতে পারবে না। নদীর স্বাভাবিক গতিপথ চলমান রাখতে নদী কমিশন কাজ চালিয়ে যাচ্ছে।
//নিউজ/কুড়িগ্রাম//সুভাষ/নভেম্বর/০৩/২১